১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

টিম ম্যানেজার হিসেবে ফিরলেন নাফিস

- Advertisement -

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব ছেড়ে দেন নাফিস ইকবাল। যার কারণে বিশ্বকাপেও লিটন কুমার দাশ-নাজমুল হোসেন শান্তদের সাথে দেখা যায়নি তাকে। তবে নিজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও ফিরছেন তিনি।

ঘরের মাঠে কিউইদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। জানা গেছে, এই দুই ম্যাচের জন্য ম্যানেজারের দায়িত্ব সামলাবেন নাফিস।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ দলের ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। তারপর ঘরের মাঠে পাকিস্তান সিরিজে ভারপ্রাপ্ত লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পান নাফিস। তারপরর থেকেই নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। মাঝে গুঞ্জন উঠেছিল, ক্রিকেটারদের সাথে নাফিসের সম্পর্ক ভালো না হওয়ায় তাকে সরিয়ে দিতে পারে বিসিবি।

ঘরের মাঠে সবশেষ নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে চলাকালে দল ছেড়ে চলে যান নাফিস। যা নিয়ে দেশের ক্রিকেটে সমালোচনাও হয় প্রচুর। পরে অবশ্য নাফিস জানিয়েছিলেন নিয়ম মেনেই ম্যানেজারের দায়িত্ব ছেড়েছিলেন তিনি।

নাফিস বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img