৪ জুন ২০২৩, রবিবার

টি-টেন লিগে মুস্তাফিজ

- Advertisement -

বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের পর টি-টেন লিগের ড্রাফটে নাম লিখিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। টি-টেনের অফিশিয়াল পেইজ থেকে ফেসবুকে মুস্তাফিজসহ বেশ কয়েকজন ক্রিকেটারের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

ফেসবুকের পোস্টে তারা মুস্তাফিজুর রহমান, ডেভিড উইলি, দুষ্মন্ত চামিরা, টাইমাল মিলস, তাব্রিজ শামসির ছবি শেয়ার করে লিখেন,

“ব্যাটসম্যানরা সাবধান হও! এরা থাকছে টি-টেনের ষষ্ঠ আসরের ড্রাফটে” 

টি-টেন লিগে এর আগে খেলার অভিজ্ঞতা নেই মুস্তাফিজের। ২০১৭ সালে দল পেলেও বিসিবি থেকে ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারেননি তিনি। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এই আসরে বাংলা টাইগার্সের সাথে চুক্তি করেছেন আইকন ক্রিকেটার হিসেবে।

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টেনের ষষ্ঠ আসর। টুর্নামেন্টটি মাঠে গড়াবে ২৩ নভেম্বর থেকে, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img