১৬ অক্টোবর ২০২৪, বুধবার

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরে সাকিব

- Advertisement -

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলবেন সাকিব। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলেও জানিয়েছেন তিনি।

কানপুরে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানেই ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

সাকিব বলেন, “টি-২০ নিয়েও আমার নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আপাতত সিরিজগুলো নতুনরা খেলতে থাকুক। সুযোগ পেলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আমি খেলতে থাকি। ছয় মাস-এক বছর পরে যদি বিসিবি মনে করে এখানে আমার অবদান রাখার সুযোগ আছে, পারফর্ম করছি, ফিট আছি তাহলে আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমি টি-২০তে নিজেকে দেখছি না। আমার মনে হয়, শেষ টি-২০ খেলে ফেলেছি।“

টেস্ট অবসর প্রসঙ্গে সাকিব বলেন, “যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ।“

এরই মধ্যে অবসর প্রসঙ্গে বোর্ডের সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে নিরাপদে দেশে ফিরে নিজের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান তিনি।

“বিসিবির সঙ্গে কথা হয়েছে। ফারুক ভাই ও বোর্ডের নির্বাচক প্যানেলের সঙ্গে কথা বলেছি। তারা (বোর্ড) চেষ্টা করছে এটাকে কীভাবে সুন্দরভাবে এরেঞ্জ করা যায়। যাতে করে আমি নিরাপদ মনে করি, দেশে গিয়ে খেলতেও পারি এবং যখন দরকার হবে দেশের বাইরে বের হতে যেন আমার সমস্যা না হয়, এই বিষয়টিও বোর্ড খেয়াল করছে”– বলেছেন সাকিব

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img