চলমান বিপিএলে সময়টা দারুণ কাটাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফরচুন বরিশালের সবশেষ ম্যাচেও পেয়েছেন দুর্দান্ত ফিফটির দেখা। তবে অনেকদিন ধরে টি-টোয়েন্টি জাতীয় দলের বাইরে থাকা রিয়াদ আসন্ন বিশ্বকাপের দলে অটো চয়েস হতে পারেন বলে মন্তব্য করেছেন দুর্দান্ত ঢাকার হেডকোচ খালেদ মাহমুদ সুজন।
বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বলেন, “মাহমুদউল্লাহ তিন ফরম্যাটেই খেলার মতো ক্যাপাবল প্লেয়ার। আমার খুবই কষ্ট লাগে যে, মাহমুদউল্লাহ টেস্ট খেলে না। রিটায়ার্ড করেছে এটা আমি এখনো মানতি পারি না। আমার কাছে মনে হয়, ওর এখনো টেস্ট খেলার মতো অ্যাবিলিটি আছে। এখনো রিয়াদের যে ক্যাপাবিলিটি ওর পজিশনে ওকে চ্যালেঞ্জ করার মতো প্লেয়ার নাই। সত্যি কথা যদি আমি বলি, অবশ্যই রিয়াদ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অটো চয়েস হতে পারে”
চলমান বিপিএলে তরুণ ক্রিকেটাররা খুব একটা আলো ছড়াতে পারছে না। তাদের কাছে রিয়াদের সবশেষ ম্যাচের ইনিংসটি উদাহরণ হতে পারে বলে মনে করেন সুজন।
তিনি বলেন, “মাহমুদউল্লাহ লাস্ট ম্যাচে যেভাবে ব্যাটিং করল। আমার কাছে মনে হয় যে, তরুণ ক্রিকেটার কিংবা আমাদের ন্যাশনাল হিরোদের জন্য এটি ইন্সপায়ারিং ইনিংস”
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দুটি দারুণ ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম। এছাড়াও কয়েকটি ম্যাচে শুরুটা ভালো করেছিলেন তরুণ এ ব্যাটার। ঢাকার ওপেনার মোহাম্মদ নাঈম শেখও দুটি ইনিংসে ভালো করেছেন। তবে লোকাল ক্রিকেটারদের কাছে আরও বেশি বেশি ভালো ইনিংস প্রত্যাশা করেন সুজন। সেই সাথে ঢাকার হেডকোচের চাওয়া দারুণ পারফর্ম্যান্স করে বাংলাদেশি ক্রিকেটাররা বেশি বেশি ম্যাচসেরার পুরস্কার জিতুক।