১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কা!

- Advertisement -

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সূচি এখনও প্রকাশ করেনি আইসিসি। আইসিসির তরফ থেকে অফিশিয়াল ঘোষণা না এলেও বিখ্যাত ব্রিটিশ পত্রিকা ‘দ্য টেলিগ্রাফ’ প্রকাশ করেছে কোন গ্রুপে আছে কোন দল। আগামী ৩ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ২০ দল। প্রতি গ্রুপে আছে ৫টি করে দল, যেখানে বাংলাদেশ আছে গ্রুপ ‘ডি’-তে।

গ্রুপ ‘ডি’-তে টাইগারদের সঙ্গী হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। ধারণা করা হচ্ছে, শক্তি-সামর্থ্যের বিচারে এটিই  প্রথম রাউন্ডের সবচেয়ে কঠিন গ্রুপ। এছাড়াও গ্রুপ ‘এ’-তে একসাথে আছে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ ‘বি’-তে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

গ্রুপ ‘এ’- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’- নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’- বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img