২৩ অক্টোবর ২০২৪, বুধবার

টি-টোয়েন্টি সিরিজের আত্ববিশ্বাস ওয়ানডেতে কাজে লাগাতে চায় বাংলাদেশ

- Advertisement -

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো ২০ ওভারের ফরম্যাটের সিরিজ জেতার সুযোগ ছিল টাইগারদের সামনে। তবে সেটা না হলেও ওয়ানডে সিরিজে ভাল করার বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

লঙ্কানদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও প্রথমটিতে জাকের আলী অনিক-মাহমুদউল্লাহ রিয়াদের লড়াই, দ্বিতীয় ম্যাচে দারুণ জয়, তৃতীয়টিতে ২৪ রানে ৫ উইকেট হারানোর পর রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শেখ মাহেদীর ব্যাটিং থেকে সান্ত্বনা খুঁজে নিতেই পারে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে শান্তও বললেন একই কথা।

টাইগার অধিনায়ক বলেছেন, “এই সিরিজ (টি-টোয়েন্টি) থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পাব। তবে সংস্করণটা আলাদা। আমরা ভালো করতে চাই”

তৃতীয় টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছেন শ্রীলঙ্কার স্লিঙ্গিং অ্যাকশন বোলার নুয়ান থুসারা। ম্যাচে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। মূলত, থুসারার পেসের কাছেই ম্যাচটা হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে লঙ্কান পেসারকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন শান্ত।

তিনি বলেন, “নুয়ান থুসারা যেভাবে বোলিং করেছে তাতে কৃতিত্ব দিতেই হবে। সে অসাধারণ বোলিং করেছে। প্রথম ছয় ওভারে আমরা কীভাবে খেলব, সে বিষয়ে সাবধান হতে হবে”

আগামী ১৩ মার্চ প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে সৌম্য সরকার-লিটন কুমার দাশরা। ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img