১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক মার্শ

- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন মিচেল মার্শ। দলটির নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এ সময় বিশ্রামে থাকবেন। এছাড়াও স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ককে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভবিষ্যতের ঠাসা সূচির কারণে চাপ কমানোর অংশ হিসেবে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। মার্শের অবর্তমানে সর্বশেষ ভারত সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন ওয়েড।

তারকা তিন ক্রিকেটার বিশ্রামে যাওয়ায় ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড ও মার্কাস স্টয়ানিসকে স্কোয়াডে রেখেছে অজি টিম ম্যানেজমেন্ট। তারা তিনজনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন।

এছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ‘পানশালা’ কান্ডের জন্য অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তিনি।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:

মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ম্যাট শর্ট, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কাস স্টয়ানিস, জশ ইংলিশ, ম্যাথু ওয়েড, শট অ্যাবোট, জ্যাসন বেহেনড্রফ, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img