৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়বেন কোহলি!

- Advertisement -

বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভিরাট কোহলি। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা দেন তিনি। তবে টেস্ট ও ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখবেন তিনি। নিজের ওপর থেকে বাড়তি চাপ কমাতে ও নতুন উদ্যমে বাকি দুই ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই জানান কোহলি।

টুইটের শুরুতেই ভারতের হয়ে খেলা ও নেতৃত্ব প্রদানকে নিজের ‘সৌভাগ্য’ আখ্যা দিয়ে এই যাত্রায় যারা তাঁকে পদে পদে সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোহলি। এরপর জানান যে, দলের অন্যান্য সদস্য ও কাছের মানুষদের সাথে দীর্ঘ আলোচনার পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।

“এই সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে, তবে অনেক চিন্তাভাবনা ও আমার আপনজন, রবি ভাই (কোচ রবি শাস্ত্রি), রোহিত- যারা দলের ‘লিডারশিপ গ্রুপের’ অংশ- সকলের সাথে আলোচনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি টি-টোয়েন্টি ক্যাপ্টেনের পদ থেকে সরে দাঁড়াচ্ছি“- টুইটারে জানান কোহলি

Happy Birthday Virat Kohli – Tributes pour in for India's ultimate match-winner
ছবিঃ ইন্টারনেট

কারণ হিসেবে এর আগের অনুচ্ছেদে কোহলি জানান, গত প্রায় অর্ধ দশক ধরে নিজের কাঁধে চেপে বসা নেতৃত্বের বাড়তি চাপ থেকে সামান্য নিস্তার চান তিনি।

“গত ৮-৯ বছর ধরে টানা তিন ফরম্যাটে খেলা ও এর মাঝে ৫-৬ বছর ধরে দলকে নেতৃত্ব দেওয়ার পর, আমার মনে হয় আমার একটু নিজেকে সময় দেওয়া উচিত যাতে আমি টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতে পুরোপুরিভাবে মানসিকভাবে প্রস্তুত হতে পারি। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে আমি সবসময় নিজের শতভাগ দিয়েছি, এখন ব্যাটসম্যান হিসেবেও শতভাগ দিতে থাকব”- আরো বলেন কোহলি

এই সিদ্ধান্ত সম্পর্কে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহের সাথেও নাকি কথা বলেছেন কোহলি।

৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ ভারতের নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার অধীনে ২৯ জয়ের পাশাপাশি ১৪টি ম্যাচে হেরেছে ভারত। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে তার জয় ৬৪.৪৪% ম্যাচে, কমপক্ষে ৪০ টি-টোয়েন্টি ম্যাচ অধিনায়কত্ব করেছেন এমন অধিনায়কদের মাঝে যা দ্বিতীয় সর্বোচ্চ। প্রথম স্থানে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান (৮০.৭৭%)।

সদ্যসমাপ্ত ইংল্যান্ড-ভারত সিরিজের পর জোর গুঞ্জন উঠেছিল, সাদা বলে জাতীয় দলের নেতৃত্ব নাকি ভিরাট কোহলির কাঁধ থেকে রোহিত শর্মার কাঁধে উঠতে যাচ্ছে। বিসিসিআই তখন উড়িয়ে দিয়েছিল সব গুঞ্জন, বলেছিল কোহলিই তিন ফরম্যাটে অধিনায়ক থাকছেন। তবে কোহলির এই টুইট গল্পে নতুন ‘টুইস্ট’ হিসেবে আবির্ভূত হল নিঃসন্দেহে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img