১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সাউথ আফ্রিকা দল

- Advertisement -

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ডি ভিলিয়ার্সকে নিয়ে গত কয়েকমাসে অনেক জল্পনা-কল্পনা চললেও দল ঘোষণার মধ্য দিয়ে সবকিছুর অবসান ঘটিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড। অবশ্য এর আগে ডি ভিলিয়ার্স নিজেই জানিয়েছিলেন, তরুণ খেলোয়াড়দের জায়গায় নিজে খেলে কারোর ক্যারিয়ারে ক্ষতি করতে চাননা তিনি। দল থেকে বাদ পড়েছেন জানেমান মালান।

প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড সুপার-১২ এর প্রথম ম্যাচে আবুধাবিতে ২৩ অক্টোবর মাঠে নামবে ‘গ্রুপ-১’ এর দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ছাড়াও এই গ্রুপে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের  বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইয়ন মরগানের ইংল্যান্ড এবং প্রথম পর্ব থেকে উঠে আসা দুই দল। ২৩ তারিখ প্রথম ম্যাচের পর ২৬ তারিখেই আবার দুবাইয়ের মাটিতে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সাউথ আফ্রিকার বিশ্বকাপ দল:

টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, রেজা হেন্ডরিকস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবারিজ শামসি, বিয়র্ন ফরচুন, ডোয়াইন প্রিটেরিয়াস, কেশাভ মহারাজ,  উইয়ান মালডার, এনরিক নরখিয়া।

অতিরিক্ত খেলোয়াড়: জর্জ লিন্ডে, এনদিলে ফেলুকায়ো, লিজাদ উইলিয়ামস

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img