টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষনা করেছে পাপুয়া নিউ গিনি। তাদের নেতৃত্ব দেবেন আসাদ ভালা।
অক্টোবর-নভেম্বরে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসরের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে ওমানে, সেখানে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে টাইগারদের অন্যতম প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। ২১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা। তাদের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান এবং স্কটল্যান্ড।
The Barramundis are coming ??
Assad Vala's 16-man squad has been decided for the T20 World Cup ? pic.twitter.com/ogqUonY2o6
— T20 World Cup (@T20WorldCup) August 24, 2021
প্রথমবার আইসিসির কোনো বৈশ্বিক আসরে খেলবে পাপুয়া নিউ গিনি। অভিষেক আসর শুরু হবে স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৭ অক্টোবরের সেই ম্যাচের পর ১৯ তারিখ তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপ বাছাইপর্বে রানার্সআপ হয়েছিল পাপুয়া নিউ গিনি। সেখানে ৬টি গ্রুপ পর্বের ম্যাচের ৫টিতেই জিতেছিল তারা। ফাইনালে তারা হেরেছিল নেদারল্যান্ডসের সঙ্গে।
পাপুয়া নিউ গিনি দল: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, লেগা সিয়াকা, নর্মান ভানুয়া, নোসাইনা পোকানা, কিপ্লিং দরিগা, টনি উরা, হিরি হিরি, গাউদি টোকা, সেসে বাউ, দামিয়েন রাভু,কাবুয়া ভাগি-মরিয়া, সিমন আতাই, জ্যাসন কিলা, চাঁদ সোপার এবং জ্যাক গার্ডনার।