৪ নভেম্বর ২০২৪, সোমবার

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাকিব-নাইমের উন্নতি

- Advertisement -

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। অজিদের ২৩ রানে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে টাইগারদের হয়ে এদিন আলো ছড়িয়েছেন নাইম শেখ এবং সাকিব আল হাসান। অজিদের ত্রাতা ছিলেন ইনফর্ম ব্যাটসম্যান মিচেল মার্শ। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তিনজনেরই উন্নতি হয়েছে।

র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে নাইমের

বাংলাদেশের ২৩ রানের জয়ে অন্যতম বড় অবদান সাকিব আল হাসানের। নিজের প্রথম ওভারের প্রথম বলেই ময়জেস হেনরিকেসকে বোল্ড করেছেন, শেষমেশ বোলিং স্পেল শেষ করেছেন ঐ একমাত্র উইকেটে ২৪ রান খরচায়। ব্যাট হাতে আবার করেছেন দলীয় সর্বোচ্চ ৩৬ রান। মিরপুরের স্লো উইকেটে সাকিবের ৩৩ বলে ৩৬ রানের মূল্য কতখানি তা বোঝা গেছে ম্যাচ শেষে। অলরাউন্ড পারফর্ম্যান্সে নির্বাচিত হয়েছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ। সেই পারফর্ম্যান্সেরই পুরস্কার পেয়েছেন মিস্টার অলরাউন্ডার। উন্নতি ঘটেছে তার টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ।

তিন ধাপ এগিয়ে বোলিং র‌্যাংকিংয়ে সাকিবের অবস্থান ১৮ নম্বরে। ব্যাটিংয়েও উন্নতি ঘটেছে সাকিবের। ব্যাটিংইয়ে এগিয়েছেন ছয়ধাপ। ছয়ধাপ এগিয়ে তার অবস্থান ৫৬ নম্বরে। বোলিং-ব্যাটিং দুক্ষেত্রেই উন্নতি ঘটলেও অলরাউন্ডার র‌্যাংকিংয়েঙ্গাগের অবস্থানেই আছেন সাকিব। ধরে রেখেছেন দ্বিতীয় স্থান।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুইয়ে সাকিব

২৯ বলে ৩০ রান করে বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাইম শেখ। আর ৪৫ বলে ৪৫ রান করে অজিদের ইনিংসের সেরা ব্যাটসম্যান মিচেল মার্শ। দুজনেই এগিয়েছেন ব্যাটিং র‌্যাংকিংয়ে। ১৩ ধাপ এগিয়েছেন মিচেল মার্শ, সাত ধাপ এগিয়েছেন নাইম শেখ। দুজনেই যৌথভাবে অবস্থান করছেন ২৫ নম্বর স্থানে।

র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন ওয়েষ্ট ইন্ডিজের নিকোলাস পুরান। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারলেও দুর্দান্ত খেলেছেন পুরান। অপরাজিত ৬২ রান করে র‌্যাংকিংয়ে এগিয়েছেন, ১৫ ধাপ এগিয়ে তার অবস্থান ৪৮ নম্বর পজিশনে। একই ম্যাচের পারফর্ম্যান্স দিয়ে এগিয়েছেন জেসন হোল্ডার এবং হাসান আলী। হোল্ডার ১৭ ধাপ এগিয়ে আছেন ৫৩ নম্বরে, ৬ ধাপ এগিয়ে হাসান আলী আছেন ৬০ নম্বরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img