২ ডিসেম্বর ২০২৪, সোমবার

“টেস্টের ফলাফল নিয়ে এখনো নিশ্চিত নই”

- Advertisement -

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন শেষে বেশ স্বস্তিতেই আছে টাইগাররা। মাত্র ২উইকেট হারিয়ে ১৭৫ রান তোলায় অনেকেই দ্বিতীয় দিন শেষে বাংলাদেশকে এগিয়েও রাখছে, রাখছে ‘চালকের আসনে’। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ইয়ান বিশপও করেছেন বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা। যদিও এতো তাড়াতাড়িই এই টেস্টের ফলাফল নিতে ভাবতে নারাজ। নিউজিল্যান্ড নাকি ঘুরে দাঁড়াবে টেস্টের তৃতীয় দিনেই!

“এখনো এই টেস্টের ফলাফল নিয়ে কোনো নিশ্চয়তা নেই, তবে টেস্টের এই দুইটা দিন বাংলাদেশের জন্য দারুণ ছিলো”- সামাজিক যোগাযোগমাধ্যম ‘টুইটারে’ বিশপ   

https://twitter.com/irbishi/status/1477513588231258114?s=20

টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ আধিপত্য করলেও বিশপ মনে করেন তৃতীয় দিন নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের জন্য এই টেস্ট জেতা এতোটাও সহজ হবে না, “টেস্টের তৃতীয় দিন নিউজিল্যান্ড অবশ্যই ঘুরে দাঁড়াবে। দুই দলের মধ্যে দারুণ যুদ্ধ চলছে”

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img