মুম্বাইয়ে চলছে অনুশীলন, সেইসাথে সাউথ আফ্রিকা সফরের প্রস্তুতিও। নেটে প্র্যাকটিস করার সময়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে রোহিত শর্মা, ছিটকে গেছেন পুরো টেস্ট সিরিজ থেকেই। তবে, জানুয়ারিতে ওয়ানডে সিরিজে দলে ফেরার সম্ভাবনা প্রবল নতুন অধিনায়কের।
অপরদিকে, ওয়ানডে সিরিজে ছুটি চেয়ে আবেদন করেছেন ভিরাট কোহলি। সাদা বলের ক্রিকেটে সাবেক এই অধিনায়ককে অপ্রত্যাশিতভাবে সরিয়ে দিয়েই অধিনায়ক ঘোষণা করা হয়েছে রোহিতকে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, জানুয়ারিতে কোহলির সন্তানের জন্মদিন। আর, সাবেই এই অধিনায়ক চান সেই সময়টাতে পরিবারের সাথে থাকতে।
ওয়ানডে থেকে কোহলির নিজেকে সরিয়ে নেয়ায় নতুন মোড় পেয়েছে রোহিত-কোহলি ইস্যু। অনেকের ধারণা, ভারতীয় ড্রেসিংরুমে কোনোকিছুই ঠিক নেই বোঝাতেই ছুটি চেয়েছেন কোহলি। এখন দেখার পালা জল গড়ায় কতোদূর।