টেস্ট ক্যারিয়ারে সূর্যকুমার যাদবের নামের পাশে কেবল একটি ম্যাচ। তাতেও রান করেছেন মোটে ৮। গেল বছর ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ইনিংসে ব্যাট করেছিলেন ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক। এরপর আর লাল বলের ক্রিকেট খেলা হয়নি তার। তবে এবার সুযোগ পেলে টেস্ট ক্রিকেটে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চান সূর্যকুমার।
২০২৩ সালে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অভিষেক ম্যাচেই ইনজুরিতে পরেন সূর্যকুমার। তাতেই সিরিজ থেকে বাদ পড়েন তিনি। ইএসপিএন ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে আবারও ফিরতে চান ডানহাতি এই ব্যাটার।
“টেস্টে ভারতের হয়ে অভিষেকের পরে, আমি ইনজুরিতে পড়ি। এরপর অনেকেই সুযোগ পেয়েছে এবং ভালো করেছে। অনেকেই তাদের জায়গা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছেন। এমনকি এখন আমি আমার সেই জায়গাটা ফিরে পেতে চাই”- জানিয়েছেন সূর্যকুমার
তবে টেস্টে ফিরতে চাইলেও সেই রাস্তা যে সহজ হবে না সেটাও জানেন স্কাই। দলে জায়গা পেতে হলে ভালো করতে হবে সতীর্থ সরফরাজ খান, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল এবং রজত পতিদারের থেকে। সেই জন্য নিজের টেষ্টা চালিয়ে যাবেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তার মতে ভালো খেলা ছাড়া দলে জায়গা পাওয়ার সুযোগ নেই।
“যদি খেলার হয় দলে এমনিই জায়গা পাবো। সেটা আমার নিয়ন্ত্রণে নেই। তবে যেটা আছে সেটা হল বুচি বাবু টুর্নামেন্ট এবং দুলিপ ট্রফি খেলা। তারপর দেখি কি হয়। তবে হ্যাঁ, সামনে ১০টা টেস্ট ম্যাচ আছে আর লাল বলে কিছু একটা করতে চাই”-বলেছেন সূর্যকুমার
আগামী চার মাসে ১০টি টেস্ট খেলবে ভারত। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে ভারতের মিশন।