২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

টেস্টে সাকিবের ‘চার হাজার’

- Advertisement -

সাজিদ খানকে ডাউন দ্য উইকেটে এগিয়ে এসে সাকিব আল হাসানের চার এবং সেইসাথে টেস্ট ক্রিকেটে সাকিবের চার হাজার রান। বাংলাদেশ ক্রিকেটের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে চার হাজার রান পূর্ণ করলেন সাকিব।

প্রথম ইনিংসে সাকিব করেছিলেন ৩৩ রান, দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করতে নামছেন তখন তার নামের পাশে ৩৯৬৭। চার হাজার রান পূর্ণ করতে প্রয়োজন ৩৩ রান, তার চেয়েও বড় ব্যাপার দলকে হারের মুখ থেকে বাঁচাতে প্রয়োজন একটা বড় জুটিরও। সেই জুটিটাই গড়েছেন মুশফিকুর রহিমকে নিয়ে।

ড্রিংকস ব্রেকে যাওয়ার আগে ৩ রান করা সাকিব ড্রিংকস ব্রেক থেকে ফিরেই হাসান আলীকে টানা তিন বলে হাঁকিয়েছেন তিন বাউন্ডারি। সাকিবের কাভার ড্রাইভগুলো যেন একটাই বার্তা দিচ্ছিল, ‘ভয় কিসের? আছি তো!’কিন্তু,চা বিরতির ঠিক আগমুহুর্তে ৪৮ রানে মুশফিক রানআউট হওয়ায় বিপদে বাংলাদেশ। শেষ ভরসা হয়ে পিচে ঐ সাকিবই! টেস্ট ক্রিকেটে পূর্ণ করেছেন নিজের চার হাজার রান, কতোটুকু আত্মবিশ্বাস জোগাবে বিশ্বসেরা অলরাউন্ডারকে সেটা সময়ই বলে দেবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img