আট উইকেট পড়ার পর ইশ সোধিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন টিম সাউদি। একটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করেন তিনি। তবে তাকে বেশি ভয়ংকর হতে দেননি তাইজুল।কিউই অধিনায়ককে ফিরিয়ে ৪৬ রানের জুটি ভাঙেন তাইজুল।
টেস্টে ১২তমবার ইনিংসে ৫ উইকেট পেলেন তাইজুল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এই প্রথম ৫ উইকেট তুলে নিলেন বাঁহাতি এই স্পিনার। প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যে ৯ উইকেট তুলে নিয়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৮১ রান। ২২ রান করে অপরাজিত আছেন সোধি, এজাজ প্যাটেল ০ রানে ব্যাট করছেন।