বুধবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে টেস্টে অভিষেক হয়েছিল শ্রীলঙ্কান পেসার মিলন রতনায়েকের। নিজের অভিষেক ম্যাচেই অবিশাস্য এক রেকর্ড গড়েছেন রতনায়েকে। তবে সেটা বোলিংয়ে নয় বরং ব্যাটিংয়ে। অভিষেক ম্যাচের নয় নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন লঙ্কান ক্রিকেটা।
ম্যানচেস্টারে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। মাত্র ছয় রানে তিন উইকেট হারিয়ে বিপদে পরে সফরকারীরা। যদিও এক প্রান্তে দ্রুত উইকেট পড়ে গেলেও অপরপ্রান্তে শক্তভাবেই দাঁড়িয়েছিলেন ডি সিলভা। খেলেছেন ৮৪ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস। মিলন রতনায়েকে যখন ক্রিজে আসেন শ্রীলঙ্কার সংগ্রহ তখন ৭ উইকেটে ১১৩ রান। ২৮ বছর বয়সী এই পেসার ১৩৫ বলে ৭২ রান করেন। যার মধ্যে ছিল ছয়টি চার ও দুটি ছক্কার মার। লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে অষ্টম উইকেটে গড়েন ৬৩ রানের জুটি। ডি সিলভার এবং রতনায়েকের ঐতিহাসিক ইনিংসের সুবাদে ২৩৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
রতনায়েকের আগে নবম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের সাবেক অলরাউন্ডার বলবিন্দর সিং সান্ধুর। সে বছর হায়দরাবাদে পাকিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ভারতের প্রথম ইনিংসে নয় নম্বরে নেমে ৮৮ বলে ৭১ রানের ইনিংস খেলেছিলেন বলবিন্দর।