৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

টেস্ট ইতিহাসে প্রথমবার একই দলের বিশ ‘ক্যাচ আউট’

- Advertisement -

কেপ টাউনে চলছে সাউথ আফ্রিকা-ভারতের তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে ২২৩ এবং দ্বিতীয় ইনিংসে ১৯৮ রান করে অলআউট হয় ভারত। তবে সবচেয়ে মজার বিষয় হল, পরপর দুই ইনিংসে ভারতের ২০ উইকেটেরই পতন ঘটেছে ক্যাচ আউটের মাধ্যমে। যা ১৪৫ বছরের টেস্ট ইতিহাসেই প্রথমবার!

 

গত মঙ্গলবার টসে জিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। ঘটনার শুরু, প্রথম ইনিংসে ডুয়ান অলিভিয়ারের বলে কাইল ভেরেইনের ভারতীয় ব্যাটার লোকেশ রাহুলের ক্যাচ তুলে নেয়ার মাধ্যমে। তারপর, একের পর এক উইকেটের পতনের ফলে প্রথম ইনিংসের প্রথম দিনই মাত্র ২২৩ রানেই থামতে হয়েছিল মেন ইন ব্লুদের। সবগুলো উইকেটেরই পতন ঘটেছিল সাউথ আফ্রিকার খেলোয়াড়দের ক্যাচ লুফে নেয়ার মাধ্যমে। টেস্টের তৃতীয় দিন ভারতের দ্বিতীয় ইনিংসেও মার্কো জানসেন বলে ভারতের শেষ ব্যাটার হিসেবে জাসপ্রিত বুমরাহর ক্যাচটি তুলে নেন টেম্বা বাভুমা। তাতেই হয়ে যায় নতুন ইতিহাস। এক টেস্টের দুই ইনিংসে একই দলের ব্যাটারদের বিশ-বিশবার ক্যাচ আউট করে বিরল ঘটনার জন্ম দেয় সাউথ আফ্রিকা।

এর আগে, এক টেস্টের দুই ইনিংসে একই দলের ১৯ ডিসমিসালের ঘটনা ঘটেছিল মোটে পাঁচবার! ২৪৪৮ নম্বর টেস্ট ম্যাচে এসে পুরোবিশ্ব দেখলো একই দলের ব্যাটাদের ২০ ডিসমিসালের ঘটনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img