১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

টেস্ট ছাড়তে চান তাসকিন

- Advertisement -

কাঁধের চোট যেন পিছু ছাড়ছে না তাসকিন আহমেদের। অনেকদিন ধরেই কাঁধে চোট নিয়েই খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে জাতীয় দলের এ পেসার এবার বেশি খেলার ধকল কাঁটাতে টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন। এ বিষয়ে নাকি ক্রিকেট বোর্ডকে চিঠিও দিয়েছেন তাসকিন, এমনটাই খবর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের।

তাসকিনের চিঠির বিষয়ে বিসিবির ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, “তাসকিন চিঠি দিয়ে জানিয়েছে, সে আর লংগার ভার্সনের ক্রিকেট খেলতে চায় না”

চলমান বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে খেলছেন তাসকিন। ঘরোয়া এ টুর্নামেন্ট শেষ হওয়ার পর প্রধান কোচ ও তার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস।

ক্রিকবাজকে তিনি বলেন, “বিপিএলের খেলা শেষ হওয়ার পর আমরা তার সঙ্গে এ বিষয়ে বসব। কোচকে আসতে দিন, তার সঙ্গেও আমাদের কথা বলতে হবে”

চিঠিতে তাসকিন বিসিবিকে তাকে শুধু লাল বলের ক্রিকেটে বিবেচনা করার কথা বলেছেন। বর্তমানে তাসকিনের চোটের যে অবস্থা তাতে করে তিনি যদি বেশি ধকল নেন তাহলে একটা সময় তার অস্ত্রোপচার করানো লাগতে পারে। এতে করে পুরনো ছন্দ ফিরে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা! এছাড়াও প্রায় এক বছরের মতো সময় মাঠের বাইরে থাকতে হতে পারে।

অস্ত্রোপচার করালে সবচেয়ে শঙ্কার যে বিষয়, পুরনো ছন্দ ফিরে পাওয়া। এর আগে মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেনের মতো বোলাররা কাঁধে অস্ত্রোপচার করানোর পর নিজেকে হারিয়ে খুঁজেছেন। রুবেলের তো আন্তর্জাতিক ক্যারিয়ার শেষই বলা যায়, অন্যদিকে মুস্তাফিজ বর্তমানে টেস্ট খেলেন না।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img