১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

টেস্ট দলের নেতৃত্বে রাহানে, বিশ্রামে রোহিত-বুমরাহ

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে সাদা পোশাকের ক্রিকেটে নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলিকে। তার জায়গায় দলের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন আজিঙ্কা রাহানে। দ্বিতীয় এবং শেষ টেস্টে দলে ফিরবেন কোহলি।

কোহলি ফিরলেও পুরো টেস্ট সিরিজেই বিশ্রামে থাকবেন রোহিত শর্মা, রিশভ পন্থ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিদের মতো তারকা খেলোয়াড়েরা। পন্থের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দেখা যেতে পারে ঋদ্ধিমান সাহাকে। দলে নেয়া হয়েছে আরেক উইকেটকিপার কোনা শ্রীকার ভারাতকে। শুভমন গিল, শ্রেয়াস আইয়ারদের পাশাপাশি দলে ফিরেছেন অক্ষর প্যাটেলও।

 

ভারত দল

আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা, শ্রীকার ভারাত, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা, ভিরাট কোহলি*।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img