১৩ অক্টোবর ২০২৪, রবিবার

টেস্ট দলে নতুন পেস ত্রয়ী, সাকিবের বদল শুভাগত

- Advertisement -
শ্রীলঙ্কা সফর নিয়ে নাটক কম হয়নি, এবার সবকিছু প্রায় নিশ্চিত; ঘোষণা করা হয়েছে ২১ সদস্যের প্রাথমিক দল, নতুন মুখ তিনজন; মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম এবং শরিফুল ইসলাম। অনেক নতুনের দলে পুরনো মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক নুরল হাসান সোহান এবং শুভাগত হোম চৌধুরী।

চুড়ান্ত স্কোয়াড ঘোষণা হবে শ্রীলঙ্কায় নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের পর। নতুন তিন পেসারের মধ্যে শরিফুল ইসলাম গায়ে জড়িয়েছেন জাতীয় দলের জার্সি, নিউজিল্যান্ডে হয়েছে টি-টোয়েন্টি অভিষেক। অন্যদিকে বেশ অনেকদিন ধরেই বিসিবির পর্যবেক্ষণে ছিলেন মুকিদুল ইসলাম। স্থগিত হয়ে যাওয়া এনসিএলেও ছিলেন দারুণ সফল। পুরস্কারটাও পেলেন হাতেনাতে।

ইনজুরির কারণে দলে সুযোগ পাননি পেসার হাসান মাহমুদ, অন্যদিকে শুভাগত হোম দলে সুযোগ পেয়েছেন আইপিএল নিয়ে ব্যস্ত থাকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে। শুভাগতের জাতীয় দলে সুযোগ পাঁচ বছর পর, শেষবার খেলেছিলেন ২০১৬ সালের অক্টোবরে, ইংল্যান্ডের বিপক্ষে।

ক্যান্ডির পাল্লেকেলেতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল।দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ এপ্রিল।

বাংলাদেশের প্রাথমিক দল : মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম,  মেহেদী হাসান মিরাজ, নাঈ, হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান,  সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img