২৭ জুলাই ২০২৪, শনিবার

টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বুমরাহ

- Advertisement -

সময়টা দারুণ কাটাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। বিশাখাপট্টনম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন ৯ উইকেট। যার পুরস্কার পেতে দেরি করতে হয়নি এ পেসারকে। আইসিসির টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন বুমরাহ। বিশাখাপট্টনম টেস্টের আগে র‌্যাঙ্কিংয়ে তিনে ছিলেন বুমরাহ। ভারতের প্রথম পেসার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন তিনি।

ভারতীয়দের মধ্যে বুমরাহর আগে টেস্টে বোলারদের শীর্ষে উঠেছিলেন রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কিছুদিন আগেই পরলোকগমন করা বিষাণ সিং বেদি।

বুমরাহর আগে টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন তারই স্বদেশি অশ্বিন। তারকা এ স্পিনার নিজের মান অনুযায়ী সবশেষ টেস্ট বোলিং করতে পারেননি। যার ফলে তিনে নেমে গেছেন তিনি। দুইয়ে উঠে এসেছেন কাগিসো রাবাদা।

বিশাখাপট্টনম টেস্টে ২০৯ রানের ইনিংস খেলে ৩৭ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন জয়স্বী জসওয়াল। টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে যথারীতি নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেইন উইলিয়ামসন। দুই থেকে তিনে নেমে গেছেন ইংল্যান্ডের জো রুট। তিন থেকে দুইয়ে উঠে এসেছেন স্টিভেন স্মিথ।

টেস্টে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। বাংলাদেশের সাকিব আল হাসান আছেন তিন নম্বরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img