জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট দলের সদস্য সংখ্যা এখন ১৮। শনিবার মিডিয়া রিলিজে এই খবর জানিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ে সফরের জন্য বিসিবি ২৩ জুন ৩ ফরম্যাটের দল ঘোষনা করেছিল। টি২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সেসময় যায়গা হয়নি টেস্ট স্কোয়াডের। দল ঘোষনার ৩ দিন পর আচমকাই শনিবার বিসিবি জানিয়েছে একমাত্র টেস্টের জন্য স্কোয়াডের আঠেরো নম্বর সদস্য হিসেবে দলের সাথে জিম্বাবুয়ে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ দেশের হয়ে সর্বশেষ সাদা পোশাকে খেলেছেন ২০২০ এর ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডী টেস্টে। সে ম্যাচে পাকিস্তানি পেসার নাসিম শাহ’র হ্যাট্রিকের ৩ নম্বর উইকেট ছিলেন মাহমুদউল্লাহ। সেই ম্যাচের পরেই মূলত মাহমুদউলাহ টেস্টের বিবেচনা থেকে বাদ পড়েন। প্রায় ১৬ মাস পর দলে ফিরে সাদা পোশাকে আবার মাঠে নামতে পারবেন কিনা রিয়াদ তা জানতে অপেক্ষা জুলাইয়ের ৭ তারিখ পর্যন্ত।