১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

টোকিও অলিম্পিক; সবার উপরে চীন

- Advertisement -

টোকিও অলিম্পিকের দশম দিনশেষেও পদক তালিকার শীর্ষে চীন। ২৯ স্বর্ণ নিয়ে সবার উপরে চাইনিজরা। তাদের চেয়ে বেশি পদক জিতলেও সাতটি স্বর্ণ কম নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। তিনে থাকা স্বাগতিক জাপানের স্বর্ণ ১৬।

প্রথমবারের মতো অলিম্পিক হকির সেমিফাইনালে উঠেছে ভারতের নারীরা

এ যেন বলিউডের কিং খান খ্যাত শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার দৃশ্য। ভারতীয় নারী হকি খেলোয়াড়রা বড় আসরে খেলছেন, শিরোপা জিতছেন- সিনেমায় দেখানো এমন ঘটনাকেই বাস্তবে রুপ দিলেন ভারতীয় নারী হকি খেলোয়াড়রা। টোকিও অলিম্পিকে র‌্যাংকিংয়ের দুইয়ে থাকা অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে ভারত। গুরজিত কৌরের গুরুত্বপূর্ণ গোলে প্রথমবারের মতো অলিম্পিক সেমিফাইনালে উঠেছে ভারত। নারীদের মতো পুরুষদের হকিতেও সেমিতে ভারত। কোয়ার্টার ফাইনালে তারা ব্রিটেনকে হারিয়েছে ৩-১ গোলে।

নিজেদের অ্যাথলেটিকস ইতিহাসের প্রথম সোনা জিতেছে পুয়ের্তো রিকো। ১০০ মিটার হার্ডলসের নারী এককে সোনা জিতে দেশটির রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন জেসমিন কামাচো-কুইন। ১২.৩৭ সেকেন্ড সময় নিয়ে এই দূরত্ব অতিক্রম করেছেন তিনি। রৌপ্য গেছে যুক্তরাষ্ট্রের ঘরে, জিতেছেন কেন্দ্রা হ্যারিসন। ব্রোঞ্জ পেয়েছেন জ্যামাইকার মেগান ট্যাপার। অলিম্পিকে পুয়ের্তো রিকোর এটা দ্বিতীয় সোনা। এর আগে ২০১৬ রিও অলিম্পিকে টেনিসে সোনা জিতেছিলেন মনিকা পুচ।

নারীদের দলগত সাইক্লিং ইভেন্টে রেকর্ড গড়েছে জার্মানি। ফ্রাঞ্জিসকা ব্রস, লিসা ব্রেনোর, লিসা ক্লাইন ও মিকে ক্রুগারকে নিয়ে গড়া জার্মান দল রেস শেষ করেছে ৪ মিনিট ৭.৩০৭ সেকেন্ডে। ভেঙ্গেছে রিও অলিম্পিকে ব্রিটেনের গড়া ৪ মিনিট ১০ সেকেন্ডে রেস শেষ করার রেকর্ড। অলিম্পিকে মেয়েদের রেসলিংয়ে এর আগে কোনো পদক ছিল না জার্মানি্র। সোমবার ৭৬ কেজি ফ্রি স্টাইল ইভেন্টের নারী এককে সোনা জিতেছে সেই অপূর্ণতা ঘুচিয়েছেন জার্মানির অ্যালাইন রটার ফকেন।

 

নারীদের দলগত সাইক্লিং ইভেন্টে রেকর্ড গড়েছে জার্মানি

অলিম্পিকে দিনের উল্লেখযোগ্য ঘটনা, আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ফিরছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিলেও মঙ্গলবার মেয়েদের ব্যালান্স বিম ফাইনালে অংশ নিতে নামবেন যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্ট। নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্টে আনুষ্ঠানিকভাবেই বিষয়টা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট। তবে আর্টিস্টিক জিমন্যাস্টিকসের ফ্লোর ইভেন্টে সোনা জিতেছেন বাইলসের স্বদেশি জেড ক্যারি।

আর্টিস্টিকস জিমন্যাস্টিকসের পুরুষ এককের আরেকটি ইভেন্টে চীনের জয়জয়কার। সোনা-রূপা দুটোই গেছে চীনের ঘরে। ইয়াং লিউ জিতেছেন স্বর্ণ, হাও ইউ জিতেছেন রৌপ্য। ব্রোঞ্জ জিতেছেন গতবারের চ্যাম্পিয়ন গ্রিসের এলেফথেরিওস পেত্রোনিয়াস।

স্প্রিন্ট সাইকিংয়ে নারীদের দলীয় ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছে চীনা নারীরা। ৩১.৮০৪ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন শানজু বাও এবং ঝং তিয়াংশি। শুটিংয়েও চীনের রেকর্ড। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের পুরুষ এককে সোনা জিতেছেন চাং হাং ঝাং। স্বর্ণ জয়ের পথে পেয়েছেন ৪৬৬ পয়েন্ট।

নারীদের ভারোত্তলনে প্রথম এবং দ্বিতীয়ের মধ্যে ব্যবধান ৩৭ কেজি। এমন ঘটনাই ঘটেছে টোকিওতে। ভারোত্তলনে ৮৭ কেজি ওজন শ্রেণির বিশ্ব রেকর্ডের মালিক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চীনের ওয়েনওয়েন লি। নিজের প্রথম অলিম্পিক সোনা জিততে অবশ্য বিশ্ব রেকর্ড গড়তে হয়নি তাঁকে। তার পেছনে থেকে রৌপ্য জিতেছে ভারোত্তলনে ব্রিটেনের প্রথম পদক এনে দিয়েছেন এমিলি ক্যাম্পবেল। তবে দুজনের ব্যবধান ৩৭ কেজি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img