২ ডিসেম্বর ২০২৪, সোমবার

টোকিও অলিম্পিক: ১০০ মিটার স্প্রিন্টে থম্পসনের বিশ্বরেকর্ড

- Advertisement -

টোকিও অলিম্পিকের অষ্টম দিনে মিসরকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। বিশ্বরেকর্ড গড়ে ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের কেলেব ড্রেসেল। নারীদের ১০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন থম্পসন হেরা। এতসব ঘটনার দিনে অলিম্পিকে পদক তালিকায় সবার উপরে চীন। ২১ স্বর্ণজয়ী চীনের পেছনেই আছে ১৭ স্বর্ণজয়ী স্বাগতিক জাপান। এক স্বর্ণ কম নিয়ে তিন নম্বরে যুক্তরাষ্ট্র।

বর্তমান অলিম্পিক সোনাজয়ী নারী স্প্রিন্টার থম্পসন হেরা। স্বাভাবিকভাবেই এই জ্যামাইকানকে নিয়েই আলোচনা থাকা উচিত। তবে লাইমলাইটের সব আলো নিমজ্জিত ছিল তারই স্বদেশি ফ্রেজার প্রাইসের উপর। তবে কিভাবে লাইমলাইটের আলো নিজের দিকে নিতে হয় সেটা ভালোভাবেই জানেন থম্পসন। নারীদের এথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ড গড়েই নিজের দিকে সব আলো কেড়ে নিয়েছেন তিনি। ১০.৬২ সেকেন্ড সময় নেওয়া ফ্লোরেন্স গিফিথ জয়নার এর আগে ছিলেন অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের দ্রুততম মানবী, তার থেকে ১ সেকেন্ড কম সময় নেওয়া থম্পসন এখন নারীদের স্প্রিন্টের দ্রুততম মানবী।

ছবি: অলরাউন্ডার
ছবি: অলরাউন্ডার

রেকর্ড হয়েছে সাঁতারেও। ১০০ মিটার বাটারফ্লাইয়ে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেলেভ ড্রেসেল। যাকে কিনা তুলনা করা হয় তারই স্বদেশি কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপসের সঙ্গে। ১০০ মিটার বাটারফ্লাইয়ের প্রথম পাঁচটি সেরা টাইমিংয়ের সব কটিই ড্রেসেলের। ২০১৯ সালে ফেলপসের রেকর্ড ভেঙেছিলেন, এবার ছাড়িয়ে গেলেন নিজেকেও। নিজের ৪৯.৫০ সেকেন্ডে ১০০ মিটার শেষ করার রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন, যেটার টাইমিং ৪৯.৪৫ সেকেন্ড। এ নিয়ে টোকিওতে ড্রেসেলের সোনা সংখ্যা তিন। রোববার ৫০ মিটার ফ্রি স্টাইলে নামবেন আসরে নিজের চতুর্থ স্বর্ণ জিততে।

অলিম্পিক ফুটবলে প্রত্যাশিত ফল, কোয়ার্টার ফাইনালে মিসরকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল। মাথেউস কুইয়ার ৩৭ মিনিটের একমাত্র গোলে জয় পেয়েছে ব্রাজিল। সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো; শনিবার তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৬-৩ গোলে। দিনের বাকি দুই ম্যাচে জয় পেয়েছে স্পেন এবং জাপান। তর্কসাপেক্ষে আসরের সবচেয়ে শক্তিশালী দল স্পেন ৫-২ গোলে হারিয়েছে আইভোরিকোস্টকে। জাপান-নিউজিল্যান্ড ম্যাচে টাইব্রেকারে জাপানিজদের জয় ৪-২ গোলে। সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে এশিয়ান জায়ান্টরা।

কাঁধের ইনজুরির কারনে টেনিসের মিক্সড ডাবলস ইভেন্টের তৃতীয় স্থান নির্ধারনকারী ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। ফলে কোনো পদক ছাড়াই আসর শেষ করলেন টেনিসের শীর্ষস্থানে থাকা এই তারকা। টেনিসের নারী এককে সোনা জিতেছেন বেনিন্দা বেনচিচ। চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রুসোভাকে ৭-৫,২-৬,৬-৩ সেটে হারিয়ে প্রথমবারের মতো অলিম্পিকে সোনার জিতলেন বেনচিচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img