২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

ট্রফিটা উঠছে সাকিবের কলকাতার হাতেই!

- Advertisement -

কিছু সমীকরণ স্বপ্ন দেখাবে আপনাকেও। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগান। অর্থ্যাৎ, প্রথমে ব্যাটিং করবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।  মজার ব্যাপার হলো, পুরো টুর্নামেন্টে যেই ৫টি ম্যাচ হেরেছে চেন্নাই, তার প্রতিটিই প্রথমে ব্যাটিং করে। অপরদিকে, কলকাতার জেতা ছয়টি ম্যাচেই জয় এসেছে প্রথমে ফিল্ডিং করে। যদি দুইয়ে দুইয়ে চার মেলাতে যান, তাহলে ট্রফিটা ওঠার কথা সাকিবের কলকাতার হাতেই।

This Day That Year: Kolkata Knight Riders Won Their Maiden Title by Beating Chennai Super Kings in IPL 2012 | 🏏 LatestLY
২০১২ আইপিএল জয়ের পর

২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর; দুইবারেই স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান। আরো একবার ফাইনালে কলকাতা; এবারও কেকেআর স্কোয়াডে আছেন সাকিব। কলকাতার সমর্থকেরা তো শিরোপা জয়ের স্বপ্নটা দেখতেই পারে।

KKR vs KXIP IPL Final 2014 Highlights
২০১৪ আইপিএল জয়ের পর

ভক্ত সমর্থকদের আশা দেখাতে পারে আরো একটি তথ্য।  যেই দুইবার ট্রফি জিতেছে কলকাতা, দুইবারেই প্রথমে ফিল্ডিং করেছে তারা। তৃতীয়বারেও ফিল্ডিংয়ে কেকেআর; জয়ের স্বপ্নটা তো দেখতেই পারে ইয়ন মরগানের দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img