হাতে চোটের কারণে বিশ্বকাপের প্রথমার্ধ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। সাউথ আফ্রিকার সাথে সিরিজ হারের পর এমনটাই জানিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
রবিবার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডের পর ম্যাকডোনাল্ড জানান, “কতদিনে সুস্থ হতে পারবে তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। কিন্তু ভালো খবর হচ্ছে এই মুহূর্তে ওর অস্ত্রোপচার লাগছে না। তবে এতে কোনো সন্দেহ নেই বিশ্বকাপের প্রথমার্ধে ওকে পাওয়া যাচ্ছে না। যে কারণে ১৫ জনের মধ্যে রাখা হবে কি না, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে”
সদ্য শেষ হওয়া সাউথ আফ্রিকা সিরিজের চতুর্থ ওয়ানডেতে হাতে চোট পান বাঁহাতি এ ওপেনার। পরে পরীক্ষায় তাঁর হাতে চিড় ধরা পড়লে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে যান হেড। সিরিজের শেষ ম্যাচে হেড না থাকায় ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিং করেন ভারপ্রাপ্ত অধিনায়ক মিচেল মার্শ।
অপরদিকে হেড বিশ্বকাপ থেকে ছিটকে গেলে তার বদলে দলে ডাক পেতে পারেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মারনাস লাবুশেন। যদিও ওয়ানডেতে বাজে ফর্মের কারণে বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি। তবে সাউথ আফ্রিকা সিরিজের দুর্দান্ত খেলেছেন এই ব্যাটার। পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটিসহ করেছেন ২৮৩ রান। দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন ১২৪ রানের অনবদ্য ইনিংস। তাই হেড বাদ পড়লে লাবুশেনের দলে ফেরার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন কোচ ম্যাকডোনাল্ড।
“সে ১২ মাস আগে যেমন ছিল, তার চেয়ে অনেক বেশি উন্নতি হয়েছে; বিশেষ করে ক্রিজে ইনটেন্ট দেখানো এবং বোলারের ওপর চাপ তৈরি করার দিক থেকে। এই সিরিজে ওর স্ট্রাইক রেট প্রায় ১০০ ছিল। এটা নিশ্চিত যে হেড বাদ পড়লে তারই (লাবুশেন) সম্ভাবনা বেশি” বলেছেন ম্যাকডোনাল্ড
আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। তার আগে এ মাসের ২২, ২৪ ও ২৭ তারিখে তিনটি ওয়ানডে খেলবে দুই দল।