১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ডাচদের কীসের এত তাড়া?

- Advertisement -

আফগানিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডসের ইনিংস দেখলে কেউ কেউ প্রশ্ন করতেই পারেন, “ডাচদের কীসের এত তাড়া ছিল?” টপ অর্ডারের ম্যাক্স ও’ডাউডকে দিয়ে শুরু; একে একে কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এবং স্কট এডওয়ার্ড-পরপর চারজনই প্যাভিলিয়নে ফিরেছেন রান আউট হয়ে। রান তোলায় অতিরিক্ত তাড়াহুড়োতেই কি না কে জানে, দুইশোও পেরুতে পারেনি নেদারল্যান্ডস। ডাচরা অলআউট হয়েছে মাত্র ১৭৯ রানে।

টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। পাওয়ারপ্লে শেষে ১ উইকেট হারিয়ে ডাচরা তোলে ৬৬ রান। এরপরই ছন্দপতনের শুরু রান ও’ডাউডের রান আউট দিয়ে। ৪০ বলে ৪২ করে রান আউট হন এই ডাচ ব্যাটার। দলের হয়ে একমাত্র ফিফটি (৮৬ বলে ৫৪) করা এঙ্গেলব্রেখট এবং ৩৫ বলে ২৯ করা অ্যাকারম্যানও আউট হয়েছেন দৌড়ে রান নিতে গিয়েই। শেষপর্যন্ত ডাচরা ৪৬.৩ ওভার পর্যন্ত টিকে ১৭৯ রান তুলতে পেরেছে এডওয়ার্ডের দল। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯০ রানে অলআউট হওয়া ছাড়া বাকি ৫ ম্যাচেই দুইশোর বেশি রান করেছে ইউরোপের দলটি।

আফগানদের পক্ষে ৯.৩ ওভার বল করে ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। ৯ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নূর আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img