ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএলে) বুধবার দুপুরের ম্যাচে বিকেএসপিতে পারটেক্সের বিপক্ষে ২১ রানের জয় লিজেন্ডস অব রুপগঞ্জের। মিরপুরে আবাহনীকে প্রাইম ধলেশ্বর হারিয়েছে ২৮ রানে।
মিরপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রাইম ধলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা । উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান উজ্জামানের এক ছয়ে ১৬ বলে ২৩ রানে উড়ন্ত সূচনা পায় ধলেশ্বর। বেশিক্ষণ টিকতে পারেননি ইনফর্ম ফজলে মাহমুদ রাব্বি। তাদের বিদায়ের পর জুটি গড়েন আরেক ওপেনার সাইফ হাসান ও মার্শাল আইয়ুব। তাদের ৫৪ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় দোলেশ্বর। মার্শা্ল ফিরে গেলেও একপ্রান্তে অবিচল থাকা সাইফ ডিপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন। ৬টি ছয়ে তার ৪৯ বলে ৫৮ রানের ইনিংসে ১৩২ রানেই শেষ হয় ধলেশ্বরের ইনিংস । আবাহনীর হয়ে মেহেদী হাসান রানা ২৮ রানে ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শেষ দুই ম্যাচের হিরো মুনিম শাহরিয়ার হয়েছেন ব্যার্থ। ব্যার্থতার বৃত্ত থেকে বেরই হতে পারছেন না মুশফিকুর রহিম। শুরুর চাপ পুরো ম্যাচেই সামাল দিতে ব্যার্থ আবাহনী। স্বল্প পুজি নিয়েও আবাহনীকে হারাতে বড় ভুমিকা ধলেশ্বর পেসার কামরুল ইসলাম রাব্বির। ২.৫ ওভারে মাত্র ১১ রানে রাব্বি নিয়েছেন ৪ উইকেট। আবাহনী অলআউট হয় ১০৪ রানে; ধলেশ্বরের জয় ২৮ রানে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয় পারটেক্স স্পোর্টিং ক্লাব এবং লিজেন্ডস অব রুপগঞ্জ । টপ অর্ডারের ব্যার্থতায় ব্যাটিংযে ধুকতে থাকা রুপগঞ্জকে বাঁচায় শেষের দিকে বাঁহাতি সানজামুল ইসলামের ২৩ বলে ৩০ এবং নাঈম ইসলামের ২০ বলে ২ছক্কায় ২৯ রান, এ দুজনের দৃঢ়তায় বোর্ডে ১৩১ রান তোলে লিজেন্ডস অব রুপগঞ্জ। আরও একবার ব্যার্থ সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৫ রান। পারটেক্স বোলার রাজিবুল হাসান ৪ ওভারে মাত্র ১৩ রানে নেন ২ উইকেট।
ছোট টার্গেটে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি পারটেক্স ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ৪৭ রানে ৫ উইকেটের দলে পরিনত হয় পারটেক্স। ধীমান ঘোষ – নাজমুল হোসেন মিলন জুটি রানের গতি বাড়াতে ব্যার্থ হন। দুজনই আউট হন ২১ করে। পারটেক্সের ইনিংস শেষ ১১০-৯ রানেই। রুপগঞ্জের মোহাম্মদ শহীদ নিয়েছেন ২ উইকেটে। বাকি সব বোলারের পকেটে উইকেট ১টি করে।