বাংলাদেশ বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের ভেন্যু মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের পিচকে এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঢাকা টেস্টের পিচ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
মিরপুর টেস্টের ম্যাচ রেফারি ডেভিড বুন বলেছেন, “আউটফিল্ড বেশ ভালো ছিল, বৃষ্টির পরও দারুণভাবে টিকে ছিল। কিন্তু, মনে হয়েছে পিচ হয়তো ঠিকঠাক প্রস্তুত নয়। এটি শক্ত ছিল না, প্রথম দিন থেকেই ঘাসের ছিটায় ঢাকা ছিল। প্রথম সেশন থেকে পুরোটা ম্যাচেই বাউন্স অসম ছিল, অনেক বল পিচ থেকে লাফিয়ে উঠেছে। সামনে গিয়ে খেলতে থাকা ব্যাটসম্যানের কাঁধের ওপর উঠেছে স্পিনারদের বল, এরপর মাঝে মাঝে বেশ নিচুও হয়েছে”
মিরপুরের পিচে রীতিমত সংগ্রাম করেছে দুই দলের ব্যাটাররা। পুরো ম্যাচে এক ইনিংসেও দুশো রান করতে পারেনি কেউ। প্রতিপক্ষের জন্য তৈরী করা ফাঁদে নিজেরাই পড়ে সিরিজ জয়ের সুযোগ হাত ছাড়া করেছিল টাইগাররা। নাজমুল হোসেন শান্তর দল দুই ইনিংসে রান করেছিল যথাক্রমে ১৭২ ও ১৪৪।
এই ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকবে পাঁচ বছরের জন্য, এর মাঝে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা থেকে এক বছর নিষিদ্ধ হবে শের-ই-বাংলা। আইসিসির এই শাস্তির বিপক্ষে ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।