প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যেখান থেকে শেষ করেছিলেন, অস্ট্রেলিয়ার সাথে যেন ঠিক সেখান থেকেই শুরু করেছেন কুইন্টন ডি কক। বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন উইকেট কিপার এ ব্যাটার। তাতেই অজিদের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে সাউথ আফ্রিকা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে শুরুটা দারুণ করেছিলেন ডি কক। প্রথম কয়েক ওভারে অজি বোলারদের সামনে ভুগলেও সময় যত গড়িয়েছে নিজের স্বভাবসূলভ ব্যাটিং করেছেন বাঁহাতি এ ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাভুমা। দুজনে মিলে গড়েন ১০৮ রানের জুটি। ৫৫ বলে ২ বাউন্ডারিতে বাভুমা ৩৫ রান করে ফিরলেও টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডি কক।
৫১ বলে ফিফটি পূর্ণ করা উইকেট কিপার এ ব্যাটার তিন অঙ্কে পৌঁছাতে সময় নিয়েছেন মাত্র ৩৯ বল। ওয়ানডে ক্যারিয়ারের ১৪৭ ম্যাচে এটি তার ১৯ তম সেঞ্চুরি। প্রতিবেদন লেখা পর্যন্ত, সাউথ আফ্রিকার সংগ্রহ ৩২ ওভার শেষে ১৮১ রান। ডি কক অপরাজিত আছেন ১০৭ রান করে, এইডেন মার্করামের সংগ্রহ ৫ রান।