১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

ডুবতে থাকা ব্রাজিল দলে সুন্দর ‘গল্প’ শুরুর অপেক্ষায় দরিভাল

- Advertisement -

ব্রাজিলের ফুটবলে চলছে রদবদল। কয়েকদিন আগেই বরখাস্ত হয়েছেন নেইমার জুনিয়র-রদ্রিগোদের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ। এবার নতুন কোচ হতে যাচ্ছেন দরিভাল জুনিয়র, সংবাদমাধ্যমের কল্যাণে তা আগেই জানা গিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার, বুধবার রাতে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে নিশ্চিত করা হয়, দরিভালই ব্রাজিল দলের দায়িত্ব সামলাবেন।

তবে ঠিক কতদিনের জন্য সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। যদিও ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর দাবি, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্ব পালন করবেন দরিভাল জুনিয়র। দায়িত্ব পেয়েই নতুন গল্প শুরু করার অপেক্ষায় আছেন সাও পাওলো ক্লাবের সাবেক এই কোচ। জানিয়েছেন, ব্রাজিল দলের হয়ে কাজ করার এই সুযোগ কিছুতেই উপেক্ষা করা সম্ভব না।

“এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মান এবং স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, এটি হবে একটি সুন্দর গল্পের শুরু”-নিজের ইন্সটাগ্রাম আইডিতে দরিভাল   

এর আগে গত বছরের জুলাইয়ে তিতে যাওয়ার পর অনূর্ধ্ব-২০ দলের কোচ রামোন মানেজেসের হাতে দায়িত্ব দিয়েছিল সিবিএফ। এরপর ভারপ্রাপ্ত কোচ হিসেবে ফার্নান্দো গিনিজ দায়িত্ব পালন করেন। ৪৯ ব্রাজিলিয়ান সমর্থকরা আশা করেছিলেন দিনিজের অধীনে পুরনো ছন্দে ফিরবে নেইমার জুনিয়র-ভিনিসিয়ুস জুনিয়ররা। তবে ঘটেছে তার উল্টো, ব্রাজিলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। দিনিজের অধীনে আগামী বিশ্বকাপ বাছাইয়ের ছয় ম্যাচে তিনটিতেই হেরেছে ব্রাজিল, জিতেছে দুই ম্যাচ আর এক ম্যাচে করেছে ড্র। এখন দেখার পালা, দরিভাল ৫বারের বিশ্বচ্যাম্পিয়নদের কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেন কিনা।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img