২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

ডুবে মরলেন অ্যালিসনের বাবা

- Advertisement -

লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের বাবা জোসে আগোস্তিনিও বেকারকে ব্রাজিলের একটি জলাধার থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে দেশটির ফায়ার ডিপার্টমেন্ট। দক্ষিন ব্রাজিলে ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্রের কাছাকাছি একটি জলাধারে সাঁতার কাটার সময় তিনি এই দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ব্রাজিলিয়ান পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, লাভ্রা ডো স্যুল শহরের একটি জলাধারে বুধবার বিকেলে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন ৫৭ বছর বয়সী আগোস্তিনিও৷ কয়েক ঘণ্টা ব্যাপী উদ্ধার অভিযান চালানো হয় সেখানে। রাত সাড়ে নয়টায় মরদেহ শনাক্ত করেন তাঁর এক বন্ধু।

দুই সন্তানের জনক আগোস্তিনিও পেশায় ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী। তাঁর সন্তান অ্যালিসন বেকার ব্রাজিল জাতীয় দল এবং ইংলিশ ক্লাব লিভারপুলের গোলরক্ষক। আরেক সন্তান মুরিয়েল বেকার ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের গোলরক্ষক। জোসে আগোস্তিনিওর মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন ফুটবল ক্লাব এবং অগণিত ফুটবল ভক্ত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img