বেশকিছুদিন ধরে বার্সেলোনার গলায় ইলিশ মাছের কাঁটার মতো বিঁধে ছিলেন ওসমানে ডেম্বেলে। অসম্ভব ইনজুরিপ্রবণ এই ফরাসী উইঙ্গারকে বয়ে নিয়ে বেড়াচ্ছিলো বার্সা শুধুমাত্র তার অমিত প্রতিভার জন্য। তবে ডেম্বেলে ও তার এজেন্টের হম্বিতম্বি ও চাহিদার লিস্ট ক্রমেই বিরক্তিকর হয়ে উঠছিলো বার্সা বোর্ডের জন্য।
“হয় কন্ট্র্যাক্ট সই করো নয়তো জানুয়ারিতে ক্লাব থেকে বের হয়ে যাও!” একপ্রকার ‘হুমকি’ই নাকি দিয়েছিলেন তাকে বার্সেলোনা কোচ জাভি। তবে এবার আর ‘নয়তো’ নয়, বার্সেলোনা স্পষ্টই বলে দিয়েছে, যথেষ্ট হয়েছে! ওসমানে ডেম্বেলের সাথে আর কোন সম্পর্ক রাখতে চায়না ক্লাবটি। জানুয়ারির মধ্যে সে নতুন ক্লাব খুঁজে না বের করলে তাকে ফ্রিতেই ছেড়ে দেবে তারা।
Ousmane Dembele has been told to leave Barcelona immediately 😳 pic.twitter.com/lPsgDhyGJe
— ESPN FC (@ESPNFC) January 20, 2022
বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ম্যাতিউ আলেমানি বলেছেন, “ছয় সাত মাস ধরে তাকে নানা অফার দিয়ে রাখার চেষ্টা করছে বার্সা। কিন্তু তার ও তার এজেন্টের আমাদের কোন অফারই পছন্দ হয়না। তার বর্তমান কনট্র্যাক্টের বাকি আছে আর ১১ দিন। আমরা বুঝেছি ও আর কনট্র্যাক্ট রিনিউ করতে চায় না। তাই তাকে আমরা বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনাতেও রাখতে ইচ্ছুক নই।”
“আমরা তাকে এক্ষুণি ক্লাব ছেড়ে দিতে বলেছি। তবে জানুয়ারির ৩১ তারিখের মধ্যে তাকে নতুন ক্লাব খোঁজার জন্য বলা হয়েছে”– আরো যোগ করেছেন আলেমানি
কোপা দেল রে রাউন্ড অব সিক্সটিনের জন্য ঘোষিত দলে ডেম্বেলেকে রাখেননি কোচ জাভি।