প্রতিভা খুঁজে বের করায় পেপ গার্দিওলার সুনাম আগে থেকেই। চলমান সিজনে লিগ ওয়ানের ক্লাব রেনে থেকে বেলজিয়ামের ২১ বছর বয়সী জেরেমি ডোকুকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে আসেন তিনি। স্প্যানিশ কোচের আস্থার প্রতিদান দারুণভাবে দিচ্ছেন ডোকু। শনিবার রাতে বোর্নামাউথকে ৬-১ গোলে হারানোর পথে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন বেলজিয়ান তারকা।
ম্যাচে একটি গোল করার পাশাপাশি সিটির আরও চারটি গোলে সহায়তা করেছেন তিনি। সব মিলিয়ে সিটির ৬ গোলের ৫টিতেই ছিল এই বেলজিয়ানের অবদান। ২১ বছর ১৬১ দিন বয়সে এই কীর্তি গড়লেন তিনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটিই সবচেয়ে কম বয়সে এক ম্যাচে পাঁচ গোলে অবদানের রেকর্ড।
সিটিজেনদের হয়ে ৩০ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ডোকু। এরপর একে একে বের্নাদো সিলভা, ম্যানুয়েল অ্যাকানজি ও ফিল ফোডেনকে দিয়ে গোল করান তিনি। এই জয়ে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে টটেনহ্যাম।

অন্যদিকে ইপিএলের আরেক ম্যাচে মার্কাস রাশফোর্ডকে ছাড়াই খেলতে নেমে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের দল। শেষ মহুর্তে গোল করে ম্যাচ জিতিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ।
ইপিএলের বিগ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরেছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে গোল করে দলকে ম্যাচ জেতান অ্যান্তোনি গর্ডন।