প্যারিস অলিম্পিকে প্রতিপক্ষ দল নিউজিল্যান্ডের অনুশীলনে ড্রোন চালিয়ে গুপ্তচরবৃত্তির কারণে নারী ফুটবল দলের সহকারী কোচ জেসমিন মান্ডার ও বিশ্লেষক জোয়ে লোমবার্ডির পর এবার চাকরি হারালেন প্রধান কোচ বেভ প্রিস্টম্যান। বৃহস্পতিবার রাতে দেশের নারী অলিম্পিক ফুটবল দলের প্রধান কোচ পদ থেকে প্রিস্টম্যানকে বরখাস্ত করে কানাডা সকার অ্যাসোসিয়েশন (সিএসএ)।
শুক্রবার এক বিবৃতিতে সিএসএর প্রধান নির্বাহী কেভিন ব্লু বলেছেন, “গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে অতিরিক্ত এ তথ্য এসেছে যে প্যারিস অলিম্পিকের আগেও ড্রোন চালিয়ে প্রতিপক্ষের বিপক্ষে গুপ্তচরবৃত্তি করা হয়েছে। নতুন এ তথ্যের ভিত্তিতে কানাডা নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে প্যারিস অলিম্পিকের বাকি সময় এবং সম্প্রতি ঘোষিত স্বতন্ত্র পুনর্মূল্যায়ন শেষ হওয়ার আগপর্যন্ত সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।”
বিবৃতিতে সিএসএ আরও জানিয়েছে, টুর্নামেন্টের বাকি সময়টা বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন সহকারী কোচ অ্যান্ডি স্পেন্স। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রিস্টম্যান। ৩৮ বছর বয়সী এই কোচের মতে দেশের মানুষকে হতাশ করবে এমন ভুল কিছু তিনি করেননি।