NCC Bank
- Advertisement -NCC Bank
৮ আগস্ট ২০২২, সোমবার

ঢাকা টেস্টেও খেলতে পারবেন না সাকিব!

- Advertisement -

ইনজৃরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। দলের সাথে চট্টগ্রাম থেকে একই ফ্লাইটে ঢাকায় ফিরলেও টিম হোটেলে উঠার পরিবর্তে নিজের বাড়িতে ফিরে গেছেন সাকিব। পুরোনো গ্রোয়িন ইনজুরির সাথে নতুন আরেকটা ইনজুরি যোগ হওয়াতেই এই বিপত্তি।

সাকিবের বদলি কাউকে দলে নেয়া হবে কিনা, সেই ব্যাপারেও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি নির্বাচক কমিটি। যেহেতু টেস্ট দলে ১৮ সদস্য, সেই কারণে পরবর্তীতে দলে আর কোন পরিবর্তন নাও আসতে পারে বলে আভাস দিয়েছেন নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানেডের সময় গ্রোয়িনে চোট পেয়েছিলেন সাকিব, পরবর্তীতে চট্টগ্রামে টেস্টের প্রথম ইনিংসে বোলিংয়ের সময় আবারও চোট পান এই অলরাউন্ডার। যে জন্য প্রথম টেস্টে ছয় ওভারের বেশি বল করতি পারেননি সাকিব আল হাসান, দ্বিতীয় ইনিংসে ব্যাটও করেননি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img