ঢাকা টেস্টের প্রথম দিন টাইগার বোলারদের দাপটের পর অপেক্ষা ছিল দ্বিতীয় দিন নতুন শুরুর। তবে তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের অপেক্ষা আরও বাড়াচ্ছে ডিসেম্বরের বৃষ্টি। অবস্থা এমনই যে লাঞ্চের আগে খেলা শুরু হওয়া নিয়েই আছে শঙ্কা, এখনও পিচ কাভারেই ঢাকা!
বুধবার আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই খেলা বন্ধ করতে হয়। কথা ছিল ৯.১৫ মিনিটেই দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে।
এর আগে টেস্টের প্রথম দিন টাইগার ব্যাটারদের দেয়া ১৭২ রানের লক্ষ্যে দিনের তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। মিরাজ ৩টি এবং তাইজুল নেন ২টি করে উইকেট।