সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসায় আভাস মিলেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবেন সাকিব আল হাসান। সেদিন টস জেতার আশার কথাও জানিয়েছিলেন টাইগার অধিনায়ক। মঙ্গলবার অবশ্য টস ভাগ্য সঙ্গী হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের, সাউথ আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
ভারতের বিপক্ষে খেলা একাদশ থেকে পরিবর্তন এসেছে একটাই, অধিনায়ক সাকিব আল হাসান ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়ের জায়গায়।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।