২৭ জুলাই ২০২৪, শনিবার

তানভিরে বিধ্বস্ত আয়ারল্যান্ড উলভস

- Advertisement -

প্রথম ইনিংসে তানভির ইসলাম নিয়েছিলেন ৫ উইকেট, সন্তুষ্ট হননি! তানভির হয়তো নিজেকেই বলেছিলেন, ‘বেস্ট ইজ ইয়েট টু কাম’। দ্বিতীয় ইনিংসে তানভির ইসলাম নিলেন ৮ উইকেট; আর তাতেই ইনিংস এবং ২৩ রানে  জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

প্রথম ইনিংসে কোনোমতে দেড়শো পেরিয়েছিল আয়ারল্যান্ড উলভস। দ্বিতীয় ইনিংসে সেই গন্ডিও পেরুতে পারেনি; সফররতরা অল আউট হয়েছে ১৩৯ রানে। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩১৩ রান; ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন ইয়াসির রাব্বি।

তৃতীয় দিনের প্রথম সেশনে আয়ারল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল। ট্যাক্টর এবং কার্টিসের ৭৭ রানের জুটি শেষ হওয়ার পর জয় পেতে সাইফ হাসানের দলকে আর বেশী অপেক্ষা করতে হয়নি। ২৮.৩ ওভারে ৫১ রান খরচায় ৮ উইকেট নিয়েছেন তানভির ইসলাম; পুরো ম্যাচে তার উইকেট সংখ্যা ১৩।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড উলভস (১ম ইনিংস): ১৫১

বাংলাদেশ ইমার্জিং দল (১ম ইনিংস): ৩১৩

আয়ারল্যান্ড উলভস (২য় ইনিংস): ১৩৯

ফলাফল: বাংলাদেশ ইমার্জিং দল ইনিংস ও ২৩ রানে জয়ী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img