একসময়ের তারকা ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। এই বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছেন নাসির হোসেন তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মিঅ কথা বলেছে সাংবাদিকদের সাথে। এসময় নাসির হোসেন বলেন, তার স্ত্রীর দিকে কেউ আঙুল তুললে তা মেনে নেবেন না তিনি।
নাসির আরো বলেন, ‘এতদিন ও শুধু তামিাম ছিল, আজকে থেকে তামিমা হোসেন। আমি চাইব না কেউ কোনোভাবে ওর বিরুদ্ধে কিছু বলুক। যারাই যেখান থেকে কিছু বলবে আমি আইনগত ব্যবস্থা নেবো।’
এর আগে বুধবার নাসির হোসেন ও স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা করেছেন তাম্মির আগের স্বামী রাকিব হাসান। মামলায় আগের বিয়ে গোপন রেখে নতুন বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যাভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।
কিন্তু নাসির জানিয়েছেন তালাক নামা হাতে নিয়েই বিয়ে করেছেন তিনি। তার প্রমাণ স্বরুপ সাংবাদিকদের তালাকনামার কপি দেখিয়েছেন এই ক্রিকেটার ।