১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

তামিমের অর্ধশতক, ঢাকার ১৮৩

- Advertisement -

প্রথম উইকেট জুটিতেই ৬৮ রান, টসে হেরে ব্যাটিং করতে নামা মিনিস্টার ঢাকার দুর্দান্ত শুরু। সেই শুরুতেই নির্ধারিত ২০ ওভার শেষে সংগ্রহ ৬ উইকেটে ১৮৩।

মূলত মোহাম্মদ শেহজাদের ঝড়ো ব্যাটিংয়েই দুর্দান্ত শুরু এসেছে ঢাকার। ব্যক্তিগত ৪২ রানে আফগান তারকা রানআউট হয়ে প্যাভিলিয়নে না ফিরলে নিশ্চিতভাবেই আরও বড় হতে পারত ঢাকার সংগ্রহ। তবে, শেহজাদ ফিরলেও আরেক ওপেনার তামিম ইকবাল খেলেছেন চেনা ছন্দে, দীর্ঘ সময় পর ক্রিকেটে ফিরেই তুলে নিয়েছেন অর্ধশতক। তবে, ক্রিজে থিতু হতে পারেননি বেশীক্ষণ। ব্যক্তিগত ৫০ রানেই ফিরেছেন প্যাভিলিয়নে।

রিয়াদ করেছেন ২০ বলে ৩৯

তামিম-শেহজাদের দুর্দান্ত শুরু আন্দ্রে রাসেল-মাহমুদুল্লাহ রিয়াদের জন্য প্ল্যাটফর্মটা তৈরীই করে দিয়েছিল। রাসেল শুরুটাও করেছিলেন দুর্দান্ত, দ্বিতীয় বলেই পেয়েছিলেন ছক্কা। কিন্তু তৃতীয় বলে তানজিদ তামিমের থ্রোতে অদ্ভুতভাবে রানআউট ক্যারিবিয়ান তারকা। তামিমের থ্রো আঘাত হেনেছিল দুই প্রান্তেই, রাসেল ভাবেনইনি ব্যাটিং প্রান্তের স্ট্যাম্পে লেগে বলটা লাগবে বোলিং প্রান্তের স্ট্যাম্পেও! ৭ রানে প্যাভিলিয়নে রাসেল; এরপরেও ঢাকা যেই ১৮৩ রান তুলতে পেরেছে স্কোরবোর্ডে, সেটা অধিনায়ক রিয়াদের ৩৯ রানের কল্যাণেই। খুলনার হয়ে কামরুল ইসলাম রাব্বি নিয়েছেন ৩ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img