তামিম ইকবালের অবসর নেওয়া এবং ফিরে আসার পর থেকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে কোনো যোগাযোগ নেই বলে প্রায় শোনা যায় ক্রীড়াঙ্গনে। অনেকের ধারণা তাদের দুজনের সম্পর্কের অবনতি হয়েছে। তবে তামিম কখন কি করছে সেই ব্যাপারে সবসময় খবর রাখেন বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন হাথুরুসিংহে।
তিনি বলেন, “তামিমের সাথে যোগাযোগ না হওয়ার বিষয়টি সত্যি নয়। কী করছে না করছে, সবই আমি জানি। ও মেডিকেল বিভাগের অধীনে আছে। ওরাই সব আপডেট আমাকে দিচ্ছে। তামিম কখন ব্যাটিং করছে, কীভাবে করছে, ওর অবস্থার উন্নতি কতটা হচ্ছে, আমি সবই জানতে পারছি। যা করার, পেশাদারের মতোই করছি। মানুষ কী বলছে শোনার দরকার নেই। কারও সঙ্গেই আমার কোনো অস্পষ্টতা নেই”

টাইগার সমর্থকদের অনেকেই মনে করেন তামিমের অবসর নেওয়ার পেছনে হাথুরুসিংহের হাত রয়েছে। এই বিষয়েও নিজের অবস্থান পরিস্কার করেছেন তিনি। বাঁহাতি ওপেনারের অবসরের বিষয়ে কিছু জানতেন না বলে মন্তব্য করেছেন হাথুরুসিংহে।
তিনি বলেন, “কথাটা যদি তামিম এসে বলে, তাহলে আমি উত্তর দিতে পারি। যদি অন্য কেউ বলে, আমি জানি না তারা কোত্থেকে এই খবর পেল। তামিম বললে ওর সঙ্গে বসে জিজ্ঞেস করতে পারি, আমি কখন, কোথায় কী করলাম! এ বিষয়ে আমার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। আমি তো জানতামই না যে এ রকম কোনো ঘোষণা আসতে চলেছে”
এশিয়া কাপ শেষ করে বাংলাদেশ দল দেশে ফিরে আসলেও শ্রীলঙ্কাতে রয়ে গেছেন হাথুরুসিংহে। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচের আগে দলের সাথে যোগ দেবেন তিনি।