৮ ডিসেম্বর ২০২৪, রবিবার

তামিমের ফিফটি

- Advertisement -

জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম ইকবাল অপরাজিত আছেন ৬১ বলে ৬৬ রান করে। বাংলাদেশের সংগ্রহ ২১ ওভারে ১ উইকেটে ১০৯ রান। তামিমের সঙ্গে ক্রিজে আছেন সাকিব আল হাসান।

হারারেতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সেই সিদ্ধান্তের স্বার্থকতা প্রমাণ করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং নাইম শেখ। ধীরগতির শুরু  করেন নাইম শেখ, তবে তামিম ইকবাল ঠিকই ছিলেন বরাবরের মতো আক্রমণাত্মক। বোলারদের উপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন  তিনি।

নাইম শেখ ফিরে গেলেও অবিচল অধিনায়ক তামিম ইকবাল।   ১৫তম ওভারে চার মেরে ৪৬ বলে অর্ধশতক পূরণ করেন ওয়ানডে ক্যাপ্টেন।  তামিম ব্যাটিং করছেন একশর বেশি স্ট্রাইক রেটে। তামিমের ইনিংসে আছে ১১টি চারের সঙ্গে একটা বিশাল ছক্কা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img