৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

তামিম কোন পজিশনে ব্যাট করবে, এটা বলার অধিকার বোর্ড রাখে না: মাশরাফী

- Advertisement -

গেল এক সপ্তাহ থেকে দেশের ক্রিকেটে চলছে এক অস্থিতীশল অবস্থা। যার প্রধান কারণ তামিম ইকবালের বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া। এবার এই বিষয়ে সরাসরি নিজের মতামত তুলে ধরেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তাঁর মতে দলে তামিমের রোলের ব্যাপারে ক্রিকেট বোর্ড হস্তক্ষেপ করার কেউ না।

তিনি বলেন, “আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তামিমকে বলা হয়েছিল সে যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলে কিংবা খেললেও দলের প্রয়োজনে পরে ব্যাট করে। এটা নাকি তাঁকে ক্রিকেট বোর্ডের কোনো এক ফোন করে বলেছিল। যে কারণে তামিম রিয়্যাক্ট করে। তবে সে  (তামিম) কোন পজিশনে ব্যাট করবে, এটা বলার অধিকার ক্রিকেট বোর্ডের কেউ রাখে না। বললে ক্যাপ্টেন কিংবা কোচ বলবে” 

তবে ম্যাশের মতে তামিম ইনজুরির কারণে কনফিউজড হয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বিষয়ে তিনি বলেন,“আমার মনে হয় তামিম ইনজুরির কারণে কনফিউজড হয়ে ক্যাপ্টেন্সি ছেড়েছে। আমার কাছে কোনো অ্যাঙ্গেল দিয়েই মনে হয়নি তামিমের ক্যাপ্টেন্সি ছাড়া উচিত হয়েছে” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img