বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে শুভাগত হোমের দল। ৪০ বলে ৪৯ রানের দায়িত্বশীল ব্যাটিং করে চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক তানজিদ হাসান তামিম।
১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শরীফুল ইসলামের করা প্রথম ওভার থেকেই ১৯ রান তোলে চট্টগ্রাম। তবে সেই ওভারের শেষ বলে আভিস্কা ফার্নান্দোকে আউট করে দারুণভাবে ঘুরে দাঁড়ান বাঁহাতি এ পেসার। নিজের দ্বিতীয় ওভারেও শরীফুল পেয়েছেন উইকেটের দেখা। ইমরানুজ্জামানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি উইকেট কিপার এ ব্যাটার।
উইকেটে আসার পর তানজিদ তামিমকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন শাহাদাত হোসেন দিপু। ঢাকার বোলারদের দেখেশুনে খেলেছেন তিনি। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছেন তরুণ এ ব্যাটার। অন্যদিকে তামিম ছিলেন বেশ আগ্রাসী। ঢাকার বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেছেন তিনি। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন তামিম। তাসকিন আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে কাভারে ধরা পড়েছেন তিনি। তার আগে করেছেন ৪০ বলে ৪৯ রান।
চট্টগ্রামের বাকি কাজটুকু সারেন নাজিবুল্লাহ জাদরান ও শুভাগত হোম। শুরুতে দেখেশুনে খেললেও নাজিবুল্লাহ আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের জয় নিশ্চিত করেন আফগান ব্যাটার। ১৯ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন তিনি।
ঢাকার হয়ে ৩.২ ওভারে ৪০ রান খরচায় দুই উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম।
এর আগে লাসিথ ক্রসপুলের ৩১ বলে ৪৬ ও ইরফান শুক্কুরের ২৬ বলে ২৭ রানের ভর করে ১৩৬ রান সংগ্রহ করে ঢাকা। এছাড়াও শেষের দিকে ৯ বলে ১৫ রানের ক্যামিও খেলেন তাসকিন আহমেদ।