১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

তামিম না পারলেও জ্বলে উঠলেন শেহজাদ-রিয়াদ

- Advertisement -

রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিপিএলের দশম আসরটা শুরু করেছিল ফরচুন বরিশাল। সেই ম্যাচে অধিনায়ক তামিম ইকবালও খেলেছিলেন দুর্দান্ত। পরের তিন ম্যাচে হাসেনি তামিমের ব্যাট, জয়ের কাছাকাছি গিয়েও জিততে পারেনি বরিশাল। মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ২ রানে ফিরেছে বাঁহাতি ওপেনার, তারপরও আহমেদ শেহজাদ ও মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮৬ রানের সংগ্রহ পেয়েছে বরিশাল।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন মাশরাফী বিন মোর্ত্তজা। লক্ষ্যটা পরিষ্কার, বরিশালকে যতটা সম্ভব কম রানে আটকে দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নেওয়া। শুরুতে তামিমকে ফিরিয়ে নাঈম হাসান সিলেটকে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন।

তবে বরিশালের আরেক ওপেনার শেহজাদ খেলেছেন দারুণ। ৩০ বলে টুর্নামেন্টের প্রথম ফিফটি তুলে নেন তিনি। চতুর্থ উইকেট হিসেবে বেনি হওয়েলের বলে আউট হওয়ার আগে ৪১ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেছেন ৬৬ রানের ইনিংস। মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ২২ রান। সৌম্য করেছেন ১৭ বলে ২০ রান।

বরিশাল মূলত ১৮৬ রান করতে পেরেছে শেষ দিকে মাহমুদউল্লাহর ২৪ বলে ৫১ রানের কল্যাণে। শেষ পর্যন্ত ২৪ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন তিনি। মেহেদী হাসান মিরাজ খেলেছেন ৬ বলে অপরাজিত ১৫ রানের ক্যামিও।

সিলেটের হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বেনি হাওয়েল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img