ঢাকা প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ নিয়ে টানা তিন জয়ে আবাহনীর পরেই পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে সাকিবরা। তামিমের প্রাইম ব্যাংকের বিপক্ষে সাকিবদের জয় ২৭ রানে।
মিরপুরে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া মোহামেডান নির্ধারিত ২০ ওভারে বোর্ডে তোলে ১৫০। জবাবে অলআউট হওয়ার আগে প্রাইম ব্যাংক বোর্ডে তুলতে পেরেছে ১২২ রান। হেরেও ম্যাচসেরা প্রাইম ব্যাংকের মুস্তাফিজুর রহমান।
মিরপুরে দিনের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া সাকিবের সিদ্ধান্তকে সঠিক প্রমানিত করেন মোহামেডান ব্যাটসম্যানরা। ওপেনার পারভেজ ইমন করেন অর্ধশতক। শামসুর রহমানের ব্যাট থেকে আসে ৩৩ রান। অধিনায়ক সাকিব ফেরেন ২০ রান করে। তাকে ফেরানো মুস্তাফিজুর রহমান ছিলেন উজ্জ্বল। ক্যারিয়ারসেরা বোলিং করা মুস্তাফিজ ২২ রানে নিয়েছেন ৫ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রাইম ব্যাংক। দলীয় সর্বোচ্চ ২৫ রান আসে মিঠুনের ব্যাট থেকে। অধিনায়ক তামিম করেন ২০ রান। ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নেন সাকিব আল হাসান। ১৫ রানে তিন শিকার তাসকিনের।