২৩ অক্টোবর ২০২৪, বুধবার

তাসকিনের ‘দুই’-এ পাওয়াপ্লেতে অসহায় লঙ্কানরা

- Advertisement -

প্রথম ইনিংসের অষ্টম ওভারে কমেট্রিবক্স থেকে ভেসে আসছিল, “It’s really been a good morning for Bangladesh”। যার অর্থ বাংলা করলে দাঁড়ায়, “বাংলাদেশের জন্য সত্যিই এটা শুভ সকাল”। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডের শুরুটা বেশ ভালোই হইয়েছে দুই পেসার তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামের আঁটোসাঁটো বোলিংয়ে। শরীফুল উইকেট না পেলেও তাসকিন পেয়েছেন দুই উইকেট। পাওয়ারপ্লেতে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে মোটে ৩৯ রান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারের তিন নম্বর বলেই তাসকিন ফেরান ৮ বলে ১ রান করা পাথুম নিশাঙ্কাকে। এরপর নিজের দ্বিতীয় ওভারেই আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকেও এই পেসার ফিরিয়ে দেন ৪ রানে।

নিশাঙ্কা-আভিস্কা ফেরার পর আরও দেখেশুনে কুশাল মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা। পাওয়াপ্লে শেষে শ্রীলঙ্কার স্কোরবোর্ডে যোগ হয় ৩৯ রান। প্রথম ১০ ওভারে লঙ্কানদের ব্যাট থেকে এসেছে মাত্র ৫টা বাউন্ডারি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img