২৭ জুলাই ২০২৪, শনিবার

তাহলে ফ্ল্যাট উইকেটে খেলা হলে কি বলব, ‘বোলিং করব না’?

- Advertisement -

প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন, নিউজিল্যান্ড সিরিজের আগে শেষবার যখন খেলেছিলেন সেই ম্যাচেও পেয়েছিলেন ছয় উইকেটের দেখা। কিন্তু ইনজুরি তাকে দল থেকে ছিটকে দিয়েছিল লম্বা সময়ের জন্য। নাঈম হাসান সেই সময়টায় ধৈর্য্য ধরেছেন, পরিশ্রম করেছেন।

“দলের বাইরে থাকার সময়টায় আমার কাজ ছিল ধৈর্য্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রেখে পরিশ্রম করা। ওটাই করেছি, আল্লাহ সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ”- বলছিলেন নাঈম

মিরপুরের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা চলমান। প্রশ্ন করা হয়েছিল নাঈমকেও, উত্তরে জানিয়েছেন নিজের মতামত। ডানহাতি এই অফস্পিনার বলেন, “উইকেট যাই হোক আমাকে খেলতে হবে, কোন অজুহাত দেওয়া যাবে না। এখন যদি আমাকে ফ্ল্যাট উইকেটে খেলতে বলা হয় তাহলে কি আমি বলব, বোলিং করব না? ওটা তো বলতে পারব না। এই উইকেটে ব্যাটাররা ব্যাট করছে, রান করছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। উইকেট যেমনই হোক ভালো সংগ্রহ করতে হবে আর বোলিংয়ে ভালো করতে হবে।”

উইকেট এখন অব্দি ব্যাটিংয়ের জন্য ভালো বলেই মনে করছেন নাঈম, “উইকেট এখন পর্যন্ত ভালো দেখছি, ব্যাটিংয়ের জন্যও। ভালো ব্যাটিং করলে ভালো! চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img